ইভল আন্ডার দ্য সান-আগাথা ক্রিস্টি

Book Review

 বইঃ ইভল আন্ডার দ্য সান

লেখিকাঃ আগাথা ক্রিস্টি
অনুবাদঃ সায়েম সোলায়মান

১৭৮২ সালে লেদারকম্ব বে'র দ্বীপে নিজের জন্য একটা বাড়ি বানান ক্যাপ্টেন রজার অ্যাংমেরিং। তিনি মারা যাবার পর তার উত্তরাধিকার হিসিবে সেই জায়গার মালিক হন আর্থার অ্যাংমেরিং। তিনি সেই বাড়ি একটি অবকাশ যাপন কেন্দ্র হিসেবে তৈরি করেন নাম দেন "দ্য জলি রজার হোটেল, স্মাগলার্স আইল্যান্ড,লেদারকম্ব বে।

জলি রজারে এবার অবকাশ যাপনে এসেছেন বিচিত্র সব চরিত্র। তার মধ্যে রয়েছের বেটে, ডিমের মতো মাথাওয়ালা বিখ্যাত গোয়েন্দা এরকুল পোয়ারো। গোয়েন্দাদের কোথাও গিয়ে শান্তি নেই৷ তাই রহস্য তাদের পিছু ছাড়ে না। অবকাশ যাপনের কিছু দিনের মধ্যেই খুন হন এক মহিলা।

কে করলো? কেন করলো? রহস্য সমাধানে নেমে পরলেন এরকুল পোয়ারো এবং পুলিশ।
গল্পের মধ্যে বেশি ভাগ প্রশ্নই পুলিশকে দিয়ে করানো হয়েছে। তবে শেষের চমক এরকুল পোয়ারোর হাতেই রেখেছিলেন লেখিকা৷ গল্পের শেষের দিকে রয়েছে এক টুইস্ট যা জানতে হলে পড়ে ফেলতে হবে " ইভল আন্ডার দ্য সান" 

4 comments:

  1. আগাথা ক্রি‌স্টির লিখা আ‌রো বুক রি‌ভিউ চাই

    ReplyDelete
  2. Mashallah, keep it up sister ❤❤

    ReplyDelete

Powered by Blogger.